রাস্তার কাজে চাঁদা না পেয়ে ঠিকাদার ও কাজের লোকের মোবাইল চিন্তাই


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৩, ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন /
রাস্তার কাজে চাঁদা না পেয়ে ঠিকাদার ও কাজের লোকের মোবাইল চিন্তাই

লংগদু প্রতিনিধিঃ

 

রাঙ্গাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে চৌমুহনী রাস্তার কাজ থেকে চাঁদা চেয়ে চাঁদার টাকা না পেয়ে, কাজের লোকের মোবাইল ফোন সহ সাথে থাকা গুরুত্বপূর্ণ আসবাপত্র নিয়ে যায় জেএসএস।

 

সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার সময় গুলশাখালী ইউনিয়নের ৬নং চৌমুহনী থেকে যুবলক্ষীপাড়ার মুর্শিদাবাদ চলমান রাস্তার কাজ করার সময় অস্ত্র নিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে জেএসএস।

 

এবিষয়ে স্থানীয়রা বলছেন, সন্ত্রাসীরা প্রায় সময় অস্ত্র নিয়ে এভাবে বাঙ্গালীদের উপর অত্যাচার করে আসছে।নানা সময়ে অস্ত্র সহ মহড়া দিয়ে প্রশাসন আসার আগেই স্থান ত্যাগ করে। এনিয়ে আতঙ্কে আছে এলাকাবাসী।

 

গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটানাটি আমি শুনেছি। আমি চট্টগ্রাম থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।

 

ঠিকাদার বলেন, জেএসএস আমাদের নিকট মোটা অংকের চাঁদা দাবী করে, আমরা টাকা দিতে করলে আজ সন্ত্রাসীদের একটি দল অস্ত্র সহ এসে আমাদের ৬জনের মোবাইল এবং সকলের নিকট থাকা টাকা পয়সা নিয়ে চলে যায়।

 

লংগদু উপজেলার পূর্ব পাড়ে বিজিবি ক্যাম্পের পাশাপাশি সেনাবাহিনীর সাব ক্যাম্প বৃদ্ধির জন্য জোর দাবী জানিয়েছেন স্থানীয়রা। পূর্ব পাড়ের গুলশাখালী থেকে ভাসান্যদম ইউনিয়ন পর্যন্ত যেসকল পরিত্যক্ত ক্যাম্প রয়েছে প্রত্যেকটি ক্যাম্প পুনরায় স্থাপনের দাবী পাহাড়ী বাঙ্গালীদের।