রামগড় প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবির অধীন নলুয়াটিলা বিওপির চিতাখোলা নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় মদ ও ঔষধ জব্দ করে।
বুধবার দুপুরে রামগড় ৪৩ বিজিবির নলুয়াটিলা বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিতাখোলা নামক স্থান থেকে মালিকবিহীন অবৈধ ভারতীয় ৪৫২ পাতার ঔষধ ও ১২ বোতল মদ জব্দ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল বহনকারী চোরাকারবারীরা পালিয়ে যায়।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, ৪৩ বিজিবির অধীনস্হ সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, মাদক ও চোরাচালান দমনে বিজিবি কোন ছাড় দেবে না।
আপনার মতামত লিখুন :