যাত্রীদের জিম্মি করে ইজিবাইক চালকদের ভাড়া বৃদ্ধির তৎপরতা


admin প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৪, ৯:১৬ অপরাহ্ন /
যাত্রীদের জিম্মি করে ইজিবাইক চালকদের ভাড়া বৃদ্ধির তৎপরতা

যাত্রীদের জিম্মি করে ইজিবাইক চালকদের

ভাড়া বৃদ্ধির তৎপরতা

রামগড় অফিস:
ইজিবাইক টমটম গাড়ীর ভাড়া বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের চাপ দিচ্ছেন এই খাতের মালিক ও চালকরা। তাঁরা সাপ্তাহিক হাটের দিনে ধর্মঘটের মাধ্যমে যাত্রীদের জিম্মি করে দাবি আদায়ের কৌশল নিয়েছেন। রামগড় বাজারে সাপ্তাহিক হাটবাজার বসে রবিবার ও বুধবার। সাপ্তাহিক হাটে প্রত্যন্ত এলাকা থেকে লোকজন পণ্য বেচাকেনা করতে আসে। এরই সুযোগ নিয়েছেন রামগড় ইজিবাইক চালক-মালিক সমিতি। তারা একদিনের নোটিসে  ভাড়া বৃদ্ধির জন্য অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়। সকাল বেলায় স্কুল-কলেজের ছাত্রছাত্রী সহ পরীক্ষার্থী, অফিস পাড়ার লোকজন, সাধারণ মানুষের কিছুটা দুর্ভোগ হলেও সিএনজি চালিত অটোরিকশা চলাচল করায় দুর্ভোগ পুষিয়ে দিয়েছেন।
ইজিবাইক চালক-মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, দ্রব্যমুল্যের উর্ধগতি, অতিরিক্ত বিদ্যুৎ বিল, পৌরসভার কর বৃদ্ধি সহ বিভিন্ন কারনে তাদের ভাড়া বৃদ্ধির দাবি যৌক্তিক।
রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল বলেন, তাদের পক্ষ থেকে দাবীদাওয়া শুনেছি।  তাদের বলেছি ভাড়া বৃদ্ধি করতে হলে গণশুনানি করে ভাড়া বৃদ্ধি করা হবে। কিন্তু তারা তা না মেনে নিজেরাই ভাড়া বাড়িয়ে দিলে পৌরসভা থেকে মাইকযোগে পুর্বের ভাড়া বলবৎ এর প্রচার করলে তারা ধর্মঘটের ডাক দেয়।
স্কুল ছাত্র ম্রাগ্য মারমা বলেন, যেখানে আগে আমি ভাড়া দিতাম ২০ টাকা সেখানে হঠাৎ করে নিচ্ছে ৩০ টাকা। ছাত্রদের জন্য হাফ ভাড়া নেয়ার কথা থাকলেও তারা তা মানছেনা।
ব্যবসায়ী জামাল হোসেন বলেন, কোনরকম ঘোষণা ছাড়াই তারা ৫ টাকার ভাড়া ১০ টাকা। এভাবে প্রত্যেক রুটে ১০-১৫ টাকা করে বাড়িয়ে দিয়েছে। টমটম চালকদের এ অন্যায় ধর্মঘট এলাকার লোকজন কখনও সমর্থন দিবেনা বলেও তিনি বলেন।