মানুষের জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার খাগড়াছড়িতে অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৫, ১:৪৯ অপরাহ্ন / ০ Views
মানুষের জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার খাগড়াছড়িতে অনুষ্ঠিত

প্রতিনিধি :

খাগড়াছড়ি সদর উপজেলার অফিসার্স ক্লাব সম্মেলন কক্ষে শনিবার সকালে “মানুষের জীবনমান উন্নয়নের জন্য করণীয়” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারের আয়োজন করে মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার, খাগড়াছড়ি। সভাপতিত্ব করেন গণপাঠাগারের সভাপতি সামছুল ইসলাম তপন

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ আনোয়ারুল কবির। এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শাহজাহান, সমাজকর্মী সুরেশ বরণ ত্রিপুরা, উদ্যোক্তা মোঃ আইয়ুব আলী, কবি ললিতা বৈষ্ণব, সহকারী শিক্ষক আবু ইউসুফরাবেয়া আক্তার, সাংবাদিক ও কবি এম. মহাসিন মিয়া, সমাজকর্মী মোঃ জাহাঙ্গীর আলমশ্রী জনি দে, উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌসক্রাঞোরী মারমা, নাট্যকর্মী মোঃ নাছরুল্লাহমোঃ জালাল উদ্দিন

এ সময় উপস্থিত ছিলেন গণপাঠাগারের প্রতিষ্ঠাতা লেখক মোহাম্মদ জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক রিতু বড়ুয়া, লাইব্রেরিয়ান চরণ বিকাশ ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক রনি কুমার ত্রিপুরাউপ্রু মং মারমা, পাঠক হিজল ত্রিপুরা, রবিউলঅতুল বিকাশ ত্রিপুরা প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, মানুষের জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তারা খাগড়াছড়ির প্রান্তিক জনগোষ্ঠী—দিনমজুর, ক্ষেতমজুর, কৃষক ও বেকার মিলিয়ে ৩৬,৯০০ জন মানুষের জন্য বিশুদ্ধ খাদ্য উৎপাদন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ের প্রত্যন্ত গ্রামগুলোতে সেমিনার ও প্রশিক্ষণের আয়োজনের মাধ্যমে বিশুদ্ধ খাদ্য উৎপাদনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য সকলে মিলে একসাথে কাজ করার এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার ব্যক্ত করেন।