মানিকছড়ি প্রতিনিধি: বাসমাহ ফাউন্ডেশনের উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়ডলু মোহাম্মদিয়া মাদরাসায় শতাধিক শীতার্ত শিক্ষার্থী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৫ জানুয়ারি রবিবার সকাল ১১টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা ক্বারী আব্দুল ওয়াহেদ, সহকারী শিক্ষক মাওলানা মাসুম, গাড়িটানা কারিমিয়া মাদরাসার নির্বাহী পরিচালক কাজী শহিদুল্লাহ ওয়াহেদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ক্বারী আব্দুল ওয়াহেদ বলেন, “বড়ডলু মোহাম্মদিয়া মাদরাসা শিক্ষাদান, দাওয়াহ এবং মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোকে আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়েছে। সমাজের প্রত্যেককে এ ধরনের মানবিক উদ্যোগে অংশগ্রহণ করতে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।”
এই উদ্যোগের মাধ্যমে শীতার্তদের কষ্ট লাঘবে সহায়তা করা হয়েছে এবং মানবিক কাজের গুরুত্ব তুলে ধরা হয়েছে। স্থানীয়দের মধ্যে এ আয়োজন প্রশংসিত হয়েছে।
আপনার মতামত লিখুন :