মানিকছড়ির তিনটহরীতে বিএনপির কর্মী সমাবেশ


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৪, ২:১৭ অপরাহ্ন /
মানিকছড়ির তিনটহরীতে বিএনপির কর্মী সমাবেশ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে তিনটহরী বাজারে উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল আল-ফরিদী ও উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রমজান হোসেন সেলিম’র যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি প্রধান উপদেষ্ঠা আবুল কাশেম ভূঁইয়া, সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো জাহাঙ্গীর আলম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিব হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক নুর ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আয়নাল হক ভূইয়া, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক সজিব হাসান প্রমূখ।

সমাবেশে বিগত আওয়ামী শাসনামলের কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, ‘স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার এদেশের মানুষের উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। তাদের নির্মম নির্যাতনের ফলে বহু মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছিল। সকল ষড়যন্ত্র, মামলা-হামলা, দমন, নিপীড়ন-নির্যাতের অবসান ঘটিয়ে আগামীর নির্বাচনে দেশ গঠনের লক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা’।

কর্মীসভায় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।