মানিকছড়ি প্রতিনিধি:-‘শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
৫ অক্টোবর শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রানী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউল্লাহ, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.কে আজাদ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মেদ, দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামীয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. সাজেদুল্লাহ ও রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যজ মারমাসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
সভায় সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, ‘‘কোন সভ্য দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রাখা হয় না। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি-বেসরকারি নামে চরম বৈষম্য রাখা হয়েছে। বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ, শিক্ষা কমিশন গঠন, শিক্ষক সংকট নিরসন, শিক্ষা নীতি-২০১০ বাস্তবায়ন, বেসরকারি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নানা বৈষম্য দূর করে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহবান জানাই’’।
মানিকছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি একযোগে পালিত হয়েছে।
আপনার মতামত লিখুন :