মানিকছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ


admin প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন /
মানিকছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

মানিকছড়ি, প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রীড ও উফসী ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের সামনে ৮শ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রীড ধানের বীজ ও ৫শ কৃষকের মাঝে ৫ কেজি করে উফসী ধানের বীজ ও ২০ কেজি করে সার বিতরন করা হয়।

বিতরনকালে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার জহির রায়হান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ নূরসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।