মানিকছড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা পূর্ণ চন্দ্র নাথের দাহ ক্রিয়া সম্পন্ন


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৭:৫২ অপরাহ্ন /
মানিকছড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা পূর্ণ চন্দ্র নাথের দাহ ক্রিয়া সম্পন্ন

 

মানিকছড়ি সংবাদদাতা:- খাগড়াছড়ির মানিকছড়িতে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পূর্ণ চন্দ্র নাথ’র (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাহ ক্রিয়া সম্পন্ন হয়েছে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলা একসত্যা পাড়া এলাকার সামাজিক শ্মশানে গার্ড অফ অনার প্রদান শেষে দাহ ক্রিয়া সম্পন্ন করা হয়।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনচারুল কমির’র নেতৃত্বে খাগড়াছড়ি জেলার পুলিশ লাইনের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউল আলম চৌধুরীসহ স্থানীয় মেম্বার ও তার শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।