মানিকছড়ি সংবাদদাতা:- খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সকল ইউনিয়ন পরিষদ, গ্রামীণ ব্যাংক মানিকছড়ি শাখাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষির্কী পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপজেলা টাউন হলে আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অন্যদিকে উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে উপজেলা টাউন হলে শোক সমাবেশের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলা আ.লীগের উদ্যোগে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাফফিল অনুষ্ঠিত হয়েছে। পৃথক পৃথক অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ইউএনও রক্তিম চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, ওসি মো. আনচারুল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :