মানিকছড়ি সংবাদদাতা:- ২০২৩-২০২৪ অর্থ বছরে ‘লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প’র আওতায় প্রদর্শনীভূক্ত কৃষক-কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ১১ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান শেষে বিকেলে কৃষকদের মাঝে কৃষি উপকারণ বিতরন করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার উপপরিচালক কিশোর কুমার মজুমদার। দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান। কৃষি উপকরণ হিসেবে কৃষকদের মাঝে চারা, সার, কীটনাশকসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :