মাটিরাঙ্গায় বাঁশরী ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৪, ৭:১৩ অপরাহ্ন /
মাটিরাঙ্গায় বাঁশরী ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

জসীম উদ্দিন জয়নাল : উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ‘বাঁশরী ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়েছে। মাটিরাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
৮ ডিসেম্বর রোববার বিকেলে মাটিরাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি। তিনি বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর শাহরিয়ার, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তফিকুল ইসলাম তৌফিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরীফ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন এবং মাটিরাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন। এছাড়া বিভিন্ন ক্রীড়া সংগঠন, সামাজিক সংগঠন ও ক্রীড়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা ও উপজেলার ১২টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বিয়াবাঁশি ফুটবল একতা ও হাতিয়াপাড়া যুব উন্নয়ন ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচটি গোলশূন্য ড্র দিয়ে শেষ হয়। প্রথম পর্বটি লীগ পদ্ধতিতে এবং সুপার এইট পর্ব নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, “ক্রীড়া চর্চার মাধ্যমে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্ভব। বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্রীড়াঙ্গনকে টিকিয়ে রাখলে মাদকাসক্ত ও সন্ত্রাসী তৈরি হবে না।”
যুবকদের মাঠে ফেরাতে এই উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছে। টুর্নামেন্টটি তরুণদের মধ্যে ক্রীড়াপ্রেম বাড়িয়ে তুলতে এবং সামাজিক ঐক্যকে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।