মাটিরাঙ্গায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৩, ৯:১৯ অপরাহ্ন /
মাটিরাঙ্গায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

মো: আরিফুল ইসলাম : মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড মতবিনিময় সভার আয়োজন করে। ১০ অক্টোবর মঙ্গলবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ের প্রান্তিক জনগনের ভাগ্য উন্নয়নের পাশাপাশি পাহাড়ের উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপুর্ন ভুমিকা রেখে আসছে মন্তব্য করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বলেন, সাধারন মানুষের জীবনমান উন্নয়নে পাহাড়ের সড়ক যোগাযোগ উন্নয়ন, ব্রীজ-কালভার্ট নির্মান, শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে উন্নয়ন বোর্ড। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে ঘেরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ে উন্নয়নের সুতিকাঘার।
বঙ্গবন্ধু পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছেন বলেই প্রান্তিক জনপদের উন্নয়নের জোয়ার বইছে। পার্বত্য চট্টগ্রামের যেসব এলাকা বিদ্যুতায়িত হয়নি সেখানে সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করা হয়েছে’’।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান ডালিম, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম ও বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রহমত উল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী মো. মজিবুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মো, ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. সলিম উল্যাহ, বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, তাইন্দং ইউপি চেয়ারম্যান মো. পেয়ার আহাম্মদ মজুমদার, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম ও মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।