মাটিরাঙ্গা জোন সদরে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা


admin প্রকাশের সময় : মার্চ ১, ২০২৪, ৮:৩১ অপরাহ্ন /
মাটিরাঙ্গা জোন সদরে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা

 

আরিফুল ইসলাম : খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মাটিরাঙ্গা জোনের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি।
সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজ নির্মুল এবং পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্রমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবস্থা গ্রহণ করতে সকলের সহযোগিতা করার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি, বলেন, মাটিরাঙ্গার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সব সময় সকলের পাশে থাকবে।
ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, মাটিরাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আনিসুজ্জামান, গুইমারা থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এবং মাটিরাঙ্গা বাজার ব্যাবস্থাপনা কমিটির সভাপতি এমএম জাহাঙ্গীর আলম সহ জনপ্রতিনিধি, সাংবাদিক, সামরিক, বে-সামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।