মহালছড়ির গৌতম বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সংঘদান অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ন /
মহালছড়ির গৌতম বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সংঘদান অনুষ্ঠিত

প্রতিনিধি:: খাগড়াছড়ির মহালছড়ি পুরঞ্জয় মহাজন পাড়ার গৌতম বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায়
সংঘদান অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার সকালে সংঘদান উপলক্ষে গৌতম বৌদ্ধ বিহারে বুদ্ধমূর্তি, অষ্টপরিষ্কার, হাজার বাতি দানসহ নানাবিধ দানানুষ্ঠান ও পরিত্রাণ সূত্র পাঠ করা হয়। এতে সভাপতিত্ব করেন ভদন্ত সুবনা মহথেরো এবং প্রধান ধর্ম্ম আলোচক ছিলেন ভদন্ত আর্য্যবোধি মহাথেরো। বিশেষ ধর্ম্ম আলোচক ভদন্ত বিমলানন্দ মহাথেরো এবং আশির্বাদক ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরো।

ধর্ম্মীয় গুরুরা পুন্যার্থীর উদ্দেশ্যে ধর্ম দেশনা প্রদান করেন। জগতের সকল প্রাণীর সুখ শান্তি ও মঙ্গল কামনা করা হয়।

আলোচনায় ভিক্ষুসংঘ গৌতম বুদ্ধের অহিংস নীতির আলোকে জীবনাদর্শ গঠন এবং তা প্রতিপালনের উপর গুরুতারোপ করেন। বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতি থেকে মানুষের মুক্তি এবং পার্বত্য চট্টগ্রামসহ মানুষে মানুষে সম্প্রীতি প্রতিষ্ঠা করে একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার আহবান জানান।

পরে দায়ক দায়িকারা প্রদীপ প্রজ্বলন করেন। ফুল-ফল, ছোয়াইং (খাবার) এবং বৌদ্ধ মুর্তি দান করেন।
সংঘদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন ‘কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড’ এর কেন্দ্রীয় সমন্বয়ক অংচিংনু মারমা। তিনি বলেন, আজকে এখানে বিশাল আকারে কঠিন চীবর দান অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সীমিত আকারে সংঘদান আয়োজন করেছে ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আমাদের সংগঠন গরীব অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের সহযোগিতার পাশাপাশি ধর্মীয় অনুশাসন, বিধিবিধান ও রীতিনীতি প্রতিপালনেও আন্তরিক। এ বিহারের মাঠ উন্নয়নে আমরা অর্থায়ন করেছি। ভবিষ্যতে বিহারের উন্নয়নে আরো কিছু অর্থায়নের পরিকল্পনা আমাদের রয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি সুবোধ কুমার চাকমা,যুগ্ম সম্পাদক রবিশংঙ্কর চাকমা, মহালছড়ি উপজেলা কমিটির সভাপতি এল্টু চাকমা, গৌতম বৌদ্ধ বিহারের সভাপতি তৃপ্তিকর চাকমা প্রমূখ।