রিপন ওঝা, মহালছড়ি : মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার ভোরের সূর্যোদয়ের সাথে সাথে মহালছড়ির শহীদ স্মৃতিস্তম্ভে তোপধ্বনি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় বিজয়ের দিবসের আনুষ্ঠানিকতা।
মহালছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম’র নেতৃত্বে মহালছড়ি উপজেলা প্রশাসন,মহালছড়ি থানা পুলিশ, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর নেতৃত্বে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সহ মহালছড়ি উপজেলা বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠন, মহালছড়ি জাতীয় পার্টি ও সকল সহযোগী অঙ্গ সংগঠন, মারমা উন্নয়ন সংসদ মহালছড়ি শাখা, জেএসএস (এমএন লারমা), ইউপিডিএফ (গণতান্ত্রিক), মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষিকাগণ, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব, উপজেলা স্বাস্থ্য বিভাগ,মারমা উন্নয়ন সংসদ,মুবাছড়ি ইউনিয়ন পরিষদ, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ, রেড ক্রিসেন্ট যুব ইউনিট, বেসরকারি উন্নয়ন সংস্থা, খাগড়াপুর মহিলা কল্যান সমিতি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীও ছাত্রছাত্রীরা একে একে মহালছড়ির শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন, বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৪৭ হতে ১৯৭১ পর্যন্ত বীর শহীদ,১৯৭৫ সালের ১৫আগস্টে শেখ ফজিলাতুন্নেসাসহ পরিবারের সকলের আত্মত্যাগ, ৭ বীরশ্রেষ্ট, জাতীয় ৪ নেতা এবং দেশের কল্যাণে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশের হয়ে নিজের আত্মদানে বলিয়ান হয়েছেন, এমন বীরদের স্মরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :