রিপন ওঝা : “আলোকিত মানুষ চাই” বিশ্ব সাহিত্য কেন্দ্র এর ভ্রাম্যমাণ লাইব্রেরির স্লোগানকে কেন্দ্র করে সারাদেশে ভ্রাম্যমাণ লাইব্রেরির পরিচালনায় খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ২৪ সেপ্টেম্বর রবিবার সকালে স্কুল কক্ষে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এসময় ভ্রাম্যমাণ লাইব্রেরির খাগড়াছড়ি ইউনিট কর্মকর্তা আজিম উদ্দিন, মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমা, সহকারী শিক্ষক বিজন্তা চাকমা ও সহকারী শিক্ষক চাইহ্লাউ মারমা উপস্থিত ছিলেন।
এতে ৮জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। পরে করমিতা ত্রিপুরাকে ১ম, তিষামনি চাকমাকে ২য়, ক্রাঞোরী মারমাকে ৩য় এবং মোমেনা আক্তারকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :