ভারতীয় গাড়ির যন্ত্রাংশসহ দুই যুবক আটক


admin প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৩, ৯:০০ অপরাহ্ন /
ভারতীয় গাড়ির যন্ত্রাংশসহ দুই যুবক আটক

প্রতিনিধি:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধ পথে নিয়ে আসা বিপুল পরিমান ভারতীয় গাড়ির যন্ত্রাংশসহ দুই চোরাকারবাীকে আটক করেছে মাটিরাঙ্গা থান পুলিশ। ১০ নভেম্বর শুক্রবার রাতে মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, মাটিরাঙা উপজেলার গোমতী ইউপির দক্ষিন শান্তিপুর এলাকার মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন (২১) ও উত্তর শান্তিপুর এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে মোঃ শাহ আলম (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ পথে আসা ভারতীয় মোটরসাইকেল ও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশসহ তাদের আটক করা হয়। এ সময় মালামাল বহন কারি রেজী: বিহীন একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়। আটককৃত যন্ত্রাংশের সর্বমোট বাজার মূল্য পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার পাঁচ শত টাকা বলে ধারনা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তা ধর শনিবার সকালে সাংবাদিকদের বলেন, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। কোন ধরনের অপরাধীর ছাড় নেই। অপরাধ করলেই সে যেই হোক, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।