
ডেস্ক রিপোর্টঃ
রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের তাংখুইতাং আর্মি ক্যাম্পের আওতাধীন সাপড়াতলি পাড়ায় আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই জনসেবামূলক কার্যক্রমের নেতৃত্ব দেন ক্যাপ্টেন তাহজিদ তাসনিফ রিহাত।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে মোট ৮২ জন অসহায় ও দুস্থ উপজাতি মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে ৩৫ জন পুরুষ, ৩৯ জন মহিলা ও ৮ জন শিশু ছিলেন। প্রত্যেককে প্রয়োজনীয় ঔষধসহ প্রাথমিক স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়।
চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় এলাকাবাসী সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় নিয়মিত চিকিৎসা পেতে না পারায় এ ধরনের সেবা তাদের জন্য অত্যন্ত সহায়ক।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সহযোগী হিসেবে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে এবং শান্তি-সম্প্রীতি উন্নয়নের পাশাপাশি জনহিতকর কার্যক্রমে নিয়মিত মানুষের পাশে দাঁড়াচ্ছে।
মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপত্তায় সেনাবাহিনীর এই ভূমিকা পাহাড়ি জনপদে আস্থার বন্ধন আরও সুদৃঢ় করছে।
আপনার মতামত লিখুন :