সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধিঃ- রাঙ্গামাটির বিলাইছড়িতে রেডক্রিসেন্ট পক্ষ হতে আকস্মিক বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় ফারুযা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩১১ জন, বিলাই ছড়ি ইউনিয়নে ৮৯ জনকে নগদ ৬ হাজার টাকা করে সর্বমোট ২৪ লক্ষ টাকা বিতরন করা হয়। এছাড়াও ফারুয়ার ৩ টি বৌদ্ধ বিহারের নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন সাংসদ দীপংকর তালুকদার ।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলার সেক্রেটারী মোঃ মাহফুজ রহমান। এছাড়া জেলা ও উপজেলার দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বাংলাদেশ রেডক্রিসেন্টের সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বর্তমান সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের বিষয় তুলে ধরেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় আওয়ামীলীগ সরকার অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
প্রধান অতিথি বিতরন শেষে ক্ষতিগ্রস্থ ফারুয়া বাজার পরিদর্শন করেন। এতে এলাকা বাসীর দাবী ছিলো ফারুয়া বাজারটা যেন ব্রীজ সংলগ্ন উঁচু জায়গায় স্থানান্তর করা হয়, এতে সকলেই উপকৃত হবে।
আপনার মতামত লিখুন :