মংহাইসিং মারমা, বান্দরবান : বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নে এক গ্রাম্য কবিরাজকে (বৈদ্য) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৩০ আগস্ট মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়ন ৩নং ওয়ার্ড কদমপ্রু পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মংসাই মারমা (৪৮), সে কদমপ্রু পাড়ার মৃত চিংহ্লা মং মারমা”র ছেলে। তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা এলাকাবাসীর বরাত দিয়ে জানান, আজ বিকাল সাড়ে চারটার সময় ৩নং ওয়ার্ড এলাকার কদমপ্রু ও বরইতলী পাড়ার মাঝামাঝি এলাকায় মংসাই মারমাকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। তিনি আরো জানান, গুলির আওয়াজ শুনে এলাকাবাসী গিয়ে দেখে মংসাই মারমা”র লাশ রাস্তার এক পাশে পড়ে আছে। তারপর ঘটনা সম্পর্কে তিনি পুলিশকে অবহিত করেছেন। তার জানামতে মংসাই মারমা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। তিনি কবিরাজী ও বৈদ্যালী করতেন।
রোয়াংছড়ি থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনাস্থল থেকে ফিরে এসে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :