মো: সোহেল রানা:
বিজিবি মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বাঘাইহাট বাট্যালিয়ান (৫৪বিজিবি) সৈনিকরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে খাদ্য সামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ নিয়ে।
বিজিবি মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বাঘাইহাট বাটালিয়ন (৫৪বিজিবি) অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি, গত ১৭আগস্ট হতে প্রবল বৃষ্টিতে পাহাড়ি ঢলে আশ্রয় কেন্দ্রে, আশ্রয় নেওয়া ৩শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী ও চিকিৎসা সেবা বিনামূল্যে ঔষুধ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন, টিএম খায়রুল বাশার এএমসি, ও সহকারী পরিচাল এডি মোঃ কামাল হোসেন শেখ, (কোয়াটার মাস্টার)সহ (৫৪ বিজিবি) অন্যান্য সদস্যবৃন্দ।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি বলেন, বিজিবি সর্বদা সীমান্ত রক্ষার পাশাপাশি জনগণের মাঝে আস্থার প্রতীক হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও আমরা সীমান্ত রক্ষার পাশাপাশি জনগণের পাশে থেকে কাজ করে যাব।
আপনার মতামত লিখুন :