বন্যার্তদের মাঝে ত্রিপুরা সনাতনী গীতা সংঘের ত্রাণ সামগ্রী বিতরণ


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৪, ৯:০৯ পূর্বাহ্ন /
বন্যার্তদের মাঝে ত্রিপুরা সনাতনী গীতা সংঘের ত্রাণ সামগ্রী বিতরণ

 

প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলায় সম্প্রতি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ত্রিপুরা সনাতনী গীতা সংঘ। খাগড়াছড়ি সদর উপজেলা পেরাছড়া ইউনিয়নের বাঙ্গালকাটি,চেলা ছড়া, গোলাবাড়ি ইউনিয়নের ঠাকুরছড়া,কৈবল্য পীঠ অঞ্চল এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চাকরি পাড়া, সাদিয়া পাড়া,অভ্যা এলাকার ক্ষতিগ্রস্ত মধ্যে ত্রাণ সামগ্রী প্রদান করা হয় । বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,সয়াবিন তেল,সাবান,আলু ও লবণ।
নগদ অর্থ, ত্রাণ সামগ্রী ও শিক্ষা উপকরণ দিয়ে সহযোগিতা করেছেন ত্রিপুরা সনাতনী গীতা সংঘের প্রধান পৃষ্ঠপোষক এবং অদল অনিতা ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল কান্তি চৌধুরি, গ্রুপের কান্ট্রি ডিরেক্টর লায়ন্স সাদ্দাম জহির এবং খাগড়াছড়ি সদর সোনালি ব্যাংকের এজিএম, সমর কান্তি ত্রিপুরা।
দিনব্যাপী ত্রাণ বিতরণ কাজে নেতৃত্ব দেন ত্রিপুরা সনাতনের গীতা সঙ্গে সহ-সভাপতি ত্রিপন জয় ত্রিপুরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অর্পণ বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক রূপক ত্রিপুরা, অর্থ সম্পাদক পিন্টু বিকাশ ত্রিপুরা,গণমাধ্যম ব্যক্তিত্ব ও মাটিরাঙ্গা কারবারি অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মনো বিকাশ ত্রিপুরা প্রমুখ ।