পিসিএনপির খাগড়াছড়ি জেলা কাউন্সিলে ভোটাভুটিতে হবে নেতৃত্ব নির্বাচন


admin প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৪, ৩:০১ পূর্বাহ্ন /
পিসিএনপির খাগড়াছড়ি জেলা কাউন্সিলে ভোটাভুটিতে হবে নেতৃত্ব নির্বাচন

পিসিএনপির খাগড়াছড়ি জেলা কাউন্সিলে ভোটাভুটিতে হবে নেতৃত্ব নির্বাচন

মো. নিজাম উদ্দিন
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা সম্মেলনে নেতৃত্ব নির্বাচিত হবে ভোটাভুটির মাধ্যমে। আজ শনিবার সকালে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
চেঙ্গি স্কোয়ার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে
খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে হবে কাউন্সিল অধিবেশন। সংগঠনের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে অধিবেশনে কাউন্সিলরা গোপন ব্যালটে ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচন করবেন।
সম্মেলন প্রস্তুতিতে থাকা কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানায়, সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কাউন্সিলরা ভোট দেবেন। জেলার ৯ টি উপজেলা কমিটি, ৩টি পৌরসভা কমিটি থেকে প্রতিটিতে ১০ জন করে এবং আহবায়ক কমিটির ১০জন মিলিয়ে সর্বমোট ১৩০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা কাউন্সিলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খাগড়াছড়ি পৌরসভা কাউন্সিলর আবদুল মজিদ ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান হোসাইন দুজনই সভাপতি পদে প্রার্থী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব এস এম মাসুম রানা, খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রবিউল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জেলা আহবায়ক কমিটির সদস্য মো. মুকতাদের হোসেন, মাটিরাঙ্গা পৌরসভা কমিটির সভাপতি মো. জালাল আহমেদ, খাগড়াছড়ির সদর উপজেলা কমিটির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ আত্মপ্রকাশের পর এবারেই সরাসরি ভোটাভুটি প্রদানের মাধ্যমে নেতা নির্বাচিত করতে যাচ্ছে কাউন্সিলররা।

কাউন্সিল অধিবেশনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আলকাছ আল মামুন ভূঁইয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. তৈয়ব চৌধুরী। এছাড়া প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সংগঠনটির  চেয়ারম্যান কাজী মজিবর রহমান। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

খাগড়াছড়ি জেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো: আবদুল হামিদ রানা ও সদস্য সচিব
এ্যাডভোকেট আলম খাঁন সম্মেলন বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছেন।