পানছড়ির ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ


admin প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৪, ৯:০৯ অপরাহ্ন /
পানছড়ির ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

 

শাহজাহান কবির সাজু : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ভারী বর্ষণ, জলবদ্ধতা ও ভুমিধ্বসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি জোনের অন্তর্গত পানছড়ি সাব জোন। ২৬’আগস্ট সোমবার উপজেলার শনটিলা, ইটখোলা ও গঙ্গারাম এলাকার শতাধিক ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মো: শরিফ আহমেদ সরেজমিনে গিয়ে ত্রাণ সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট সাদ। সাব জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতির নিদর্শন স্বরূপ এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে একে অপরকে সহায়তা করার কথাও বলেন তিনি।