শাহজাহান কবির সাজু : পানছড়ি থানা সংলগ্ন প্রধান সড়কের পাশের পুরাতন কোর্ট বিল্ডিংয়ে এখন শোভা পাচ্ছে পানছড়ি প্রেস ক্লাবের অস্থায়ী ভবন। ২৬’সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়।
পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি মো: মনিরুল ইসলাম মাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম. এ. বাশার। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পানছড়ি থানার ওসি মো: জসীম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম, জামায়াতে ইসলামী পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো: নুরুজ্জামান।
আপনার মতামত লিখুন :