প্রতিনিধি : নৈরাজ্য, জাতিগত সংঘাত ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর রবিবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, খাগড়াছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, গণমাধ্যমকর্মী শাহরিয়ার ইউনুছ, শিক্ষাবিদ শ্রীলা তালুকদার, শিক্ষক আশা প্রিয় ত্রিপুরা, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজা এবং জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান প্রমূখ।
সম্প্রীতি বিনষ্ট করতে স্বার্থান্বেষী মহল যেন অনাকাঙ্খিত ঘটনা আর ঘটাতে না পারে সেদিকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়। পারস্পরিক বোঝাপড়ার মধ্যদিয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হবে এমন প্রত্যাশার কথা জানান পাহাড়ি-বাঙালি উভয় নেতৃবৃন্দ। সেইসাথে সাম্প্রতিক সহিংসতায় হত্যা এবং জাতিগত সহিংসতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানানো হয়।
আপনার মতামত লিখুন :