মোহাম্মদ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি : নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের, আশারতলী সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হয়েছেন। শনিবার ২ মার্চ বিকালে এ ঘটনা ঘটে।
আশারতলী গ্রামের মেহের আলীর পুত্র মোঃ ইব্রাহিম (৪৮)। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার লাইলা বেগমের স্বামী।
আশারতলী সীমান্ত পিলার ৪৪/৪৫ এর মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমারের ওপার থেকে গরু আনতে যান ইব্রাহিম । সেখানে মাইন বিস্ফোরণে শরীরে মারাত্মক জখম হয়। তিনি কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরণে আহত ওই ব্যক্তিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার মতামত লিখুন :