ধর্ষক গোপিনাথ ত্রিপুরাকে আটক করেছে পুলিশ


admin প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৪, ৬:৫১ অপরাহ্ন /
ধর্ষক গোপিনাথ ত্রিপুরাকে আটক করেছে পুলিশ

 

প্রতিনিধি : চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণসহ হত্যা চেষ্টা মামলার আসামি গোপিনাথ ত্রিপুরাকে (২২) আটক করেছে খাগড়াছড়ি পুলিশ। ২৮ নভেম্বর বিকেলে সদর থানার এসআই মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্সসহ স্থানীয় জনগনের সহায়তায় জেলার পেরাছড়া ইউপির ৫মাইল এলাকা থেকে আসমীকে আটক করা হয়। ২৯ নভেম্বর শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল। গোপিনাথ ত্রিপুরা জেলার পেরাছড়া ইউপির কালা পানি ছড়া এলাকার অলদ মোহন ত্রিপুরার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর বিকালে মেরিনা ত্রিপুরা (১৬) তার মোবাইলে টাকা রিচার্জ শেষে দোকান হতে বাসায় ফেরার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা আসামি গোপিনাথ ত্রিপুরা ভয় দেখিয়ে মেরিনা ত্রিপুরার চোখ, মুখ চেপে ধরে জোরপূর্বক পেরাছড়া ইউপির ৫ মাইল যৌথ খামার নববিক্রম ত্রিপুরার বাগানের বিপরীত পাশে খাগড়াছড়ি টু দীঘিনালা সড়কের উত্তর-পশ্চিম পাশে জঙ্গলের ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টাকালে বাধা প্রদান করিলে আসামি মেয়েটিকে গলায় চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এতে মেয়েটির নাক দিয়ে রক্ত পড়া শুরু করে পরে আসামি মেয়েটির গলা, নাক, মুখ ও ডান পায়ের রানে উপর্যুপরি কিল, ঘুষি ও লাথি মেরে জখম করে তাহার পরনের সেলোয়ার ও জামা কাপড় খুলে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে মেয়েটিকে গলায় চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করলে মেয়েটি অজ্ঞান হয়ে যায়। মারা গিয়াছে মনে করে ঘটনাস্থলে মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায় আসামী গোপিনাথ ত্রিপুরা । পরবর্তীতে মেয়েটিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীব রহিয়াছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বলেন, খাগড়াছড়ি জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টায় মামলার ঘটনায় সরাসরি জড়িত আসামীকে দ্রুততম সময়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। আসামীকে বিজ্ঞ আদালতে বিধি মোতাবেক যথাসময়ে সোপর্দ করা হবে। আসামীদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন। ভবিষ্যতে অনুরূপ যে কোন অপরাধের ক্ষেত্রে খাগড়াছড়ি জেলা পুলিশ যথাযথ আইনের প্রয়োগ ঘটিয়ে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলা পুলিশ সদা সচেষ্ট।