দীঘিনালায় ২টি ইটভাটা স্থায়ী বন্ধ ঘোষণা


admin প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন /
দীঘিনালায় ২টি ইটভাটা স্থায়ী বন্ধ ঘোষণা

মো : সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালায় দুইটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার মেরুং ইউনিয়নের বোয়ালখালী এলাকার মেসার্স ফোর বিএম ও মেসার্স কেবিএম নামের দুইটি ইট ভাটায় অভিযান পরিচালনা করে ভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ। পুলিশ,পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, ফায়ার সার্ভিস এর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, ‘মহামান্য হাইকোর্টের আদালতের রীট পিটিশন ও আদেশক্রমে উপজেলার সবকয়টি ইট ভাটার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।’ফায়ার সার্ভিসের মাধ্যমে ইট ভাটা গুলোতে পর্যাপ্ত পানি দিয়ে আগুন নিভিয়ে অকার্যকর করে দেওয়া হয়েছে।’
আদালতের পরবর্তী ভিন্ন কোন আদেশ না হওয়া পর্যন্ত ইট ভাটাগুলোর কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ থাকবে। ‘লুকোচুরি করে ইট ভাটার কার্যক্রম পরিচালনার কোন প্রকার চেষ্ঠা করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগসহ দীঘিনালা থানা পুলিশের কঠোর নজরদারি থাকবে৷’ এ সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, খাগড়াছড়ি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমদ, ঝুম নিয়ন্ত্রণ বিভাগের (মেরুং রেঞ্জ) সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস মিয়া, দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মকর্তা পংকজ বড়ুয়া।