দীঘিনালায় মৎসচাষীদের মাঝে পোনামাছ বিতরন


admin প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৪, ১০:৪২ অপরাহ্ন /
দীঘিনালায় মৎসচাষীদের মাঝে পোনামাছ বিতরন

মো: সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মৎসচাষীদের মাঝে পোনামাছ বিতরন করা হয়েছে।
সোমবার(২১অক্টোবর) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা কমপ্লেক্স এর প্রঙ্গনে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২০২৫ আর্থিক সালে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তরণ ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ মৎসচাষীদের মাঝে পোনামাছ বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ ও খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্না চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, উপজলা প্রকল্প বাস্তবায়ন মো: আব্দুস সালাম, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা মৎস্যজীবী দলের সধারন সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রমূখ।
এতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ১১টি প্রতিষ্ঠান, ৪৫জন মৎস্যচাষী মাঝের ৪শত৬০কেজি মাছের পোনা বিতরন করা হয়।