দীঘিনালায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ৮:৪২ অপরাহ্ন /
দীঘিনালায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই আমাদের পরবর্তী লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই;দীঘিনালায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা এসব কথা বলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় টাস্কফোর্স’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি।
২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দীঘিনালা উপজেলার কবাখালী জালালাবাদ জামে মসজিদের উদ্ধোধন উপলক্ষে দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন,
বিএনপি মিথ্যার উপর ভর করে রাজনীতি করে।বিএনপিরা বলেছিলো ” পদ্মাসেতু জোড়া তালির সেতু। পদ্মাসেতু ভেঙ্গে যাবে!! তাহলে পদ্মাসেতু সেতু কী ভেঙ্গে গেছে?? বিএনপি সব সময় মিথ্যার উপর ভর করে রাজনীতি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,সদস্য শতরুপা চাকমা , দীঘিনালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ানসহ অন্যান্যরা। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ৫২ লক্ষ টাকা ব্যয়ে ‘কবাখালী জালালাবাদ জামে মসজিদ’ ৫৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মুসলিমপাড়া জামে মসজিদ, মুকুন্দ নীলিমা ভোকেশনাল ইন্সটিটিউটের একাডেমিক ভবন এবং ৬০লক্ষ টাকা ব্যয়ে নয় মাইল ত্রিপুরাপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন করেন।