দীঘিনালা প্রতিনিধি: বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, দীঘিনালা আঞ্চলিক শাখার ত্রি বার্ষিক কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মে শুক্রবার উপজেলার জুনুতি ত্রিপুরা স্মৃতি পাঠাগারের অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ দীঘিনালা আঞ্চলিক শাখার সভাপতি মাচাং ঘনশ্যাম ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাচাং সুশীল জীবন ত্রিপুরা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি এবং প্রধান উপদেষ্টা নলেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের প্রতিষ্ঠা কালীন সদস্য রনজিৎ নারায়ন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সাংগঠনিক কাজল বরণ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জয়া ত্রিপুরা, হেডম্যান ত্রিদিব রায় পোমাং, সমাজ সেবক কৃঞ্চ কিশোর ত্রিপুরা, নারী কার্বারী অঞ্জলী ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ দীঘিনালা উপজেলা শাখার সভাপতি খোকন বিকাশ ত্রিপুরা প্রমূখ।
অনুষ্ঠানে বিবাশ ত্রিপুরাকে সভাপতি কার্তিক ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং হরলাল ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আপনার মতামত লিখুন :