দীঘিনালায় তৃণমূল উন্নয়ন সংস্থার নতুন প্রকল্পের পরিচিতি সভা 


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ন /
দীঘিনালায় তৃণমূল উন্নয়ন সংস্থার নতুন প্রকল্পের পরিচিতি সভা 

 

মো. সোহেল রানা : খাগড়াছড়ি জেলার দীঘিনালায় তৃণমূল উন্নয়ন সংস্থার নতুন প্রকল্প ‘ফ্লাড ইমার্জেন্সি রেসপন্স ইন বাংলাদেশ’ এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ ডিসেম্বর বুধবার  সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এ সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ।

খাগড়াছড়ি তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে সভায় দাতা সংস্থা HEKS EPER এর প্রতিনিধি রাকিবুল আরেফিন স্বাগত বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম সরকার, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো. সোহেল রানা, এবং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা।

সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সুইচিং অং মারমার সঞ্চালনায় প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এমইএল অফিসার মানস ত্রিপুরা।

প্রকল্পের কার্যক্রম ও লক্ষ্য:
উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসের বন্যায় প্লাবিত এলাকাগুলোর পুনর্বাসন ও উন্নয়নের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পটি বিশেষভাবে মেরুং ও কবাখালী ইউনিয়নের প্লাবিত গ্রামগুলোতে জীবিকায়ন, ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য), এবং শেল্টার উন্নয়নে কাজ করবে।

সভায় প্রকল্পের সম্ভাব্য প্রভাব ও কার্যক্রমের ব্যাপারে বিশদ আলোচনা করা হয়। এই প্রকল্পটি বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।