দীঘিনালায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৪, ২০২৫, ৭:০০ অপরাহ্ন /
দীঘিনালায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালায় বোয়ালখালী ইউনিয়নের কুমিল্লাটিলা আল হুদা মহিলা মাদ্রাসা ও এতিমখানার শতাধিক শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করেছে দীঘিনালা জোনের ৪ই বেঙ্গল।

৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে বোয়ালখালী ইউনিয়নের আল হুদা মহিলা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন দীঘিনালা জোনের ৪ই বেঙ্গল অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সাখাওয়াত হোসেন, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চয়ন বিকাশ চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির উপদেষ্টা মো. মাসুদ রানা, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক বলেন, “পাহাড়ি এলাকায় তুলনামূলক বেশি সুবিধাবঞ্চিত মানুষ বসবাস করে। সীমিত সম্পদের মধ্যেও দীঘিনালা সেনা জোনের নিয়ন্ত্রিত এলাকার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শীতের কষ্ট লাঘবের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনী সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, শীত মৌসুমে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর শীতের কষ্ট লাঘবের জন্য দুর্গম জনপদে চাহিদার ভিত্তিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী।