ডেস্ক রিপোর্ট:
আত্মশক্তিই আসল শক্তি! বিজয় অর্জনের লক্ষ্যে সংগঠিত হোন,প্রস্তুতি জোরদার করুন! স্লোগান ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় ইউপিডিএফ‘র ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালন করাহয়েছে।
বৃহস্পতিবার(২৬ডিসেম্বর) ৯টা বাবুছড়া অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এতে পার্টি পক্ষ থেকে ফুল দেন,মিল্টন চাকমা ও চন্দন চাকমা,শহীদ পরিবার পক্ষ থেকে ফুল দেন ককোলা চাকমা,শিবভ্রা চাকমা(শহীদ মিটন বোন),সুচরিতা চাকমা, গণফ্রন্টের পক্ষ থেকে ফুল দেন, রিংকু চাকমা,দীনেল চাকমা,রিতা চাকমা ও মিতালি চাকমা। সজীব চাকমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন দীঘিনালা ইউপিডিএফ ইউনিটে সমন্বয়ক মিল্টন চাকমা। এসময় উপস্থিত ছিলেন ইউপিডিএফ এর নেতা চন্দন চাকমা, বৃহত্তর চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের দীঘিনালায় সাধারণ সম্পাদক রিংকু চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রিতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য দিনেল চাকমা ও নারী সংঘ শাখার সভাপতি মিতালি চাকমা প্রমূখ।
পরে আমরা করবো জয়’ গান বাজিয়ে দলীয় পতাকা প্রতি স্যালুত জানা হয়। শহীদের আত্নার বিনম্র শ্রদ্ধায় জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে পার্টি কেন্দ্রীয় বার্তা পড়ে শুনান মিল্টন চাকমা। আলোনা চন্দন চাকমা বলেন,পার্টি শুরু থেকে দীপ্ত শপথ নিয়ে অধিকার প্রতিষ্ঠা আদায়ে লড়াই চলছে চলবেই।অধিকার প্রতিষ্ঠা একদিন হবেই। বিশ্বাসঘাতকরাই একদিন ধ্বংস হবে। যারা পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র বাস্তবায়নে লিপ্ত মুক্তিকামী জনতা তাদের শায়েস্তা করবে। পূর্ণস্বায়ত্তশাসন আদায় হবে একদিন এই স্বপ্ন পূরন হবে। ফ্যাসিস্ট হাসিনা পতন পরবর্তী পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জাতিগোষ্ঠী জীবন যাত্রা আরো করুন হয়েছে। জেএসএস সন্তু লারমার ভুলের কারণেই পাহাড়ের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি যা পাহাড়ের কল্যানকর ভয়ে আনবে না। তিনি সবাইকে আহবান করে বলেন,পূর্ণস্বায়ত্তশাসন অর্জিত না হওয়া পর্যন্ত সত্য ও ন্যায় পথে অবিচল থাকতে অনুরোধ করেন।
আপনার মতামত লিখুন :