দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন ভাইকে সহায়তা প্রদান


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৪, ৭:৪৪ অপরাহ্ন /
দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন ভাইকে সহায়তা প্রদান

মো: সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন ভাইকে দীঘিনালা উপজেলা প্রশাসন ও দীঘিনালা উপজেলার কৃষকদলের পক্ষে সহায়তা প্রদান করা হয়েছে। ২ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষে সহায়তা প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ ও উপজেলা কৃষকদলের পক্ষে তিন ভাইকে সহায়তা প্রদান করেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো: শফিকুল ইসলাম ও দীঘিনালা উপজেলা কৃষকদলের সভাপতি মো: নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আব্দুস সালম, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, যুবদলের আহ্বায়ক মো. মোতালেব, যুব আহ্বায়ক মিঠু চৌধুরি প্রমুখ।

উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তার মধ্যে ছিল প্রত্যেকে নগদ ৪ হাজার টাকা করে ৩ জনকে ১২হাজার টাকা, দুই বান করে ৬বান্ডিল ঢেউটিন, ত্রিশ কেজি চালের বস্তা, ডাল, তেল, লবণ ও ২টি করে কম্বল। কৃষক দলের পক্ষ থেকে ঢেউটিন, চাল, ডাল ও ভোজ্য তেল প্রদান করা হয়।
গত রবিবার বিকালে কৃষক দলের নেতা মো: জাহাঙ্গির, শ্রমিক দলের সদস্য মো: সাহের আলী ও আলম শাহা এই তিন ভাইয়ের বসত বাড়ি আগুনে পুড়ে যায়।