মো: সোহেল রানা : শোক মানে বেদনার! শোক মানে কান্নার। ১৫ আগস্ট বাঙ্গালি জাতির শোক দিবস। বিশ্বের ইতিহাসে এমন বর্বর হত্যা কান্ড আর নাই। বিশ্বাস ঘাতকরা সহপরিবারে নির্মম ভাবে হত্যা করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের । শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নয় শিশু বৃদ্ধ কাউকে রেহাই দেয় নাই। ঘাতকদের মনে সামান্য একটু মায়া হয় নাই। বঙ্গবন্ধুকে হত্যা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন শেষ করতে পারেনি। বিশ্বের দরবারে বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান আজ বিশ্ব বন্ধু উপাধিতে ভূষিত হয়েছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তার পিতার স্বপ্ন সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরন করছেন। বাংলাদেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন। বাংলাদেশের মানুষেরা আজ ক্ষুধা মুক্ত, গৃহহীনরা পেয়েছেন শান্তিতে বসবাস করা গৃহ। যা বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯টায় উপজেলা কমপ্লেক্স এ বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুহাম্মদ কাশেম ও উপজেলা নির্বহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম। পরে উপজেলা অডিটরিয়ার সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা নির্বহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুহাম্মদ কাশেম। বিশেষ অতিথি হিসেবে দীঘিনালা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ আব্দুল হাসনাত খাঁন, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক চৌধুরী, দীঘিনালা সরকারী ডিগ্রী কলেজ উপা-অধ্যক্ষ তরুন কান্তি চাকমা, কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন প্রমূখ।
অপরদিকে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠানের আয়োজনে সাড়ে ১১টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক শোক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে ফুলেল শ্রাদ্ধা নিবেদন করেন। পরে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলী এর সভাপতি আলহাজ¦ মো: কাশেমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: মাহবুবুল আলম, সহ-সভাপতি নিউটন মহাজন, সাংগঠনিক সম্পাদক মো: মনিরুল ইসলাম ফরাজী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা মোছা: মাহমুদা বেগম লাকী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এফএম আলমগীর ও দীঘিনালা কলেজ ছাত্রলীগ সভাপতি মো: হেলাল হোসেন প্রমূখ। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :