মো: সোহেল রানা : খাগড়াছড়ি দীঘিনালায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে। ৯ আগস্ট বুধবার সকালে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সারা দেশে উদ্ধোধনের পর দীঘিনালায় ঘরের দলীল হস্তান্তর করা হয়। দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম। সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম জানান, আজ মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে ভার্চুয়ালি উদ্ধোধনের পর দীঘিনালা উপজেলায়, প্রধানমন্ত্রীর উপহারের ঘর ১শত ৫০ জন অসহায়, গরীব, বিধবা, স্বামী পরিত্যক্তাদের মাঝে প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, এর আগে দীঘিনালায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১ হাজার ৯৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। এর মধ্যে ১ম ও ২য়, ৩য় ও চতুর্থ পর্যায়ে (১ম ধাপে) ৯শত ৪৭ টি গৃহ প্রদান করা হয়। এব্যাপারে দীঘিনালা উপজেলার মুসলিম পাড়া গ্রামের আজমতি বেগম (৬০) জানান, আমরা মা মেয়ে দুজনই বিধবা। আবার দুজন নাতী রয়েছে। ভাঙ্গা ঘরে থাকতে হতো। প্রধানমন্ত্রীর উপহারের পাকা ঘর পেয়ে খুবই ভালো লাগছে।
আপনার মতামত লিখুন :