দীঘিনালায় ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


admin প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ন /
দীঘিনালায় ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মো: সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের কিশোর-কিশোরীদের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
৮এপ্রিল সোমবার সকাল ৯টায় ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন সফল(ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দ্যা লাইফলং সাকসেস অফ অরফান চিলড্রেন ইন বাংলাদেশ) প্রকল্পের সহযোগিতায় মেরুং ইউনিয়ন কিশোর-কিশোরী ফোরামের আয়োজনে কিশোর-কিশোরী শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া, সাহিত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, মেরুং ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার হেলাল উদ্দীন, ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের, ফুলচান কার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাচ্চু মিয়া, ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল আলম, সাংবাদিক মহসীন মিয়া, শাহাদাৎ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সফল প্রকল্পের দীঘিনালা উপজেলা সমন্বয়কারী প্রীতি চাকমা, কমিউনিটি ফ্যাসিলিটেটর পপেন ত্রিপুরা। প্রতিযোগিতা অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন ভূবন ময় চাকমা ।
স্কুলগামী কিশোর-কিশোরী শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমে প্রবেশাধিকার প্রদানের মাধ্যমে মেধা ও বুদ্ধি বিকাশে সহায়তা করবে। উল্লেখ্য, দাতা সংস্থা পেনি আপিলের অর্থায়নে তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন ‘ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর দ্যা লাইফলং সাকসেস অফ অরফান চিলড্রেন ইন বাংলাদেশ(সফল)’ শীর্ষক প্রকল্পটি ২০২১ সালের ডিসেম্বর থেকে শুরু হয়। প্রকল্পটির লক্ষ্য স্কুলগামী অনাথ শিশু ও তাদের পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। যাতে আত্মমর্যাদার সাথে সকল ক্ষেত্রে তাদের প্রবেশাধিকার নিশ্চিত হয়।