মো: সোহেল রানা : আত্মশুদ্ধির মাস মাহে রমজান। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে গরীব দু:খি অসহায়দের মাঝে খাগড়াছড়ির দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের(এফএআরটিসি) এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের আয়োজনে ১নং কবাখালী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে: কর্নেল রুমন পারভেজ পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের ওআইসি মেজর ফয়সাল আহমেদ, ক্যাপ্টেন আবদুল্লাহ হীলমাফি ও ক্যাপ্টেন ফারদিন আফজাল প্রমূখ। এতে শতাধিক অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে চাল,ডাল, তেল, চিনি, চা পাতা, আটা ও লবন বিতরন করা হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরনকালে কমান্ডার লে: কর্ণেল রুমন পারভেজ বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে দিতে অসহায় দু:স্থদের মাঝে আর্মির পক্ষ থেকে সমান্য ঈদ উপহার প্রদান করা হলো।
ঈদ উপহার পেয়ে কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া এলাকার আরোজা বেগম(৫৩) বলেন, ঈদ আসলে আর্মিরা গরীব মানুষকে ঈদ করার জন্য সাহায্য দেয়। আমাকেও ঈদের উপহার দিয়েছে ভালো করে ঈদ করতে পারব। আর্মিরা অনেক ভালো, গরীবের দু:খ বুঝে।
আপনার মতামত লিখুন :