দীঘিনালা জোনের পক্ষ থেকে বর্ন্যায় দূর্গতদের মাঝে ত্রান সহায়তা প্রদান


admin প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ন /
দীঘিনালা জোনের পক্ষ থেকে বর্ন্যায় দূর্গতদের মাঝে ত্রান সহায়তা প্রদান

মো: সোহেল রানা
আত্ন মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪ই বেংগলের পক্ষ থেকে সাম্প্রতি পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্থ আশ্রায় কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার(৪আগষ্ট) সকালে ১১টায় দীঘিনালা উপজেলার সবচেয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ মেরুং ইউনিয়নের বেতছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করে দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারুক পিএসসি।


এর আগে জোন অধিনায়ক লে: কর্নেল মো: ওমর ফারুক নৌকা যোগে বাড়ি বাড়ির ঘাটে নৌকা ভিড়িয়ে বন্যায় কবলিত পরিবারের হাতে ত্রান পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম.এ.মোমেন শিহাব, অনাঃ লেঃ মো: আব্দুল মান্নান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: ইউনুস, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা: মাহমুদা বেগম লাকী, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমুখ।
এতে মেরুং ইউনিয়নের বন্যায় কবলিত ২শতাধিক পরিবারের মাঝে ত্রান সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, লবন, নুডলস ও খাবার স্যালাইন প্রদান করা হয়।