প্রতিনিধি : পাহাড়ের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের নিরাপত্তা এবং যানমালের ক্ষতি এড়াতে পার্বত্য খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে জেলা প্রশাসন। ৬ই অক্টোবর রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এবং বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
আগামী ৮ই অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত পার্বত্য জেলা রাঙামাটি ও বান্দরবানে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে বলেন, যেহেতু সাজেক ভ্রমণে খাগড়াছড়ি জেলা শহর হয়ে যেতে হয়। পাহাড়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের নিরাপত্তা এবং জানমালের ক্ষতি এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা প্রশাসন এক জরুরি সভার মাধ্যমে এমন সিদ্ধান্ত নিয়েছে।
আপনার মতামত লিখুন :