সুজন কুমার তঞ্চঙ্গ্যা : বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা’র সার্বিক সহযোগিতায় ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা পেলো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার।
৬ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টায় নিজ কার্যালয়ের সামনে এইসব অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। তাদের মধ্যে বসতঘর পুড়ে যাওয়া ব্যক্তি ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা অনিল তঞ্চঙ্গ্যা। তাকে দেওয়া হয়েছে নগদ ৬হাজার টাকা এবং ২ বান্ডিল ঢেউটিন । অপর অসহায় পরিবার হলো একই ইউপির ৩ নং ওযার্ডের বাসিন্দা হিরোজয় তঞ্চঙ্গ্যা। তাকে দেওয়া হয়েছে নগদ ৩হাজার টাকা ও ১ বান্ডিল ঢেউটিন।
এসময় উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা(রাসেল), জয়সিন্ধু চাকমা (কারবারি) এবং পিআইও অফিসের সুমন গাজী।
আপনার মতামত লিখুন :