খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৈসু উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি সদর ইউনিয়নের ঠাকুরছড়া বৈসু উদযাপন কমিটি’র উদ্যোগে ত্রিপুরাদের বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
৬ এপ্রিল শনিবার বিকালে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে সপ্তাহব্যাপি এ ঐতিহ্যবাহী খেলাধুলা’র সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা এবং সভাপতিত্ব করেন ঠাকুরছড়া বৈসু উদযাপন কমিটি’র সভাপতি শেফল্লু ত্রিপুরা।
উদ্বোধনের পরপরে নতুন বাজার মাঠ প্রাঙ্গণে গংতক খাওয়া,সুকুই ( গিলা) খেলা, ওয়াকরাই, দড়িটানা,চপ্রিং,কাং,ফুটবল খেলাসহ বিভিন্ন ধরনের খেলা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় খাগড়াছড়ি সদর ইউনিয়নের মহিলা সদস্য গৌরিমালা ত্রিপুরা,সদস্য বিজয় রোয়াজা,ঠাকুরছড়া জাগরণ পাঠাগার-ক্লাবের সভাপতি প্রজ্জ্বলময় রোয়াজা,ঠাকুরছড়া বৈসু উদযাপন কমিটি’র সাধারণ সম্পাদক রেভিলিয়াম রোয়াজা,ঠাকুরছড়া -গোলাবাড়ী শিব মন্দির পরিচালনা কমিটির পুলক নারায়ণ ত্রিপুরা, ঠাকুরছড়া বৈসু উদযাপন পরিচালনা কমিটির সদস্য সুজন রোয়াজা, মানস ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :