আবদুল আলী, বিশেষ প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
২০২২ ইং সালে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ৭ জন ১ম স্থান ও জেলা পর্যায়ে ১ জন শিক্ষার্থী ১ম স্থান অর্জন করে।
২০২৩ ইং সালেও জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় এ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপজেলা পর্যায়ে বিভিন্ন গ্রূপে ৭ জন ছাত্রছাত্রী ১ম স্থান ও জেলা পর্যায়ে ২ জন ১ম স্থান অর্জন করে। জেলা পর্যায়ে ১ম স্থান অর্জনকারী ৯ম শ্রেণীর ছাত্র আল আমিন হোসেন ও ছাত্রী সুমাইয়া ইসলাম আগামী ২০ জুলাই বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশ নিবে।
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের সফলতার বিষয়ে গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা জায়নুল আবদীন বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় দিবস ও প্রতিযোগিতায় অংশ নিয়ে বরাবরই ভালো করে থাকে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি।
আপনার মতামত লিখুন :