আবদুল আলী, বিশেষ প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলার মুসলিমপাড়ায় জুয়া খেলার অপরাধে ৪ জনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ। ৩ মার্চ রবিবার এসআই(নিঃ) মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযানে গুইমারা থানাধীন ১ নং গুইমারা ইউপির ৫ নং ওয়ার্ডের মুসলিমপাড়া বাজারস্থ ইদ্রিসের চা দোকানের পিছনে বারান্দায় জুয়া খেলার অপরাধে মোঃ রবিউল হোসেন(২৬), পিতা- সোনা মিয়া, মোঃ জসিম উদ্দিন(২৭),পিতা- আবুল কাশেম, মোঃ নুরুন্নবী(৩৮),পিতা- আবুল হোসেন, মোঃ টুটুল হাওলাদার(৩২),পিতা- মাহবুব হাওলাদার, সর্বসাং মুসলিম পাড়া, গুইমারা, খাগড়াছড়িকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলার উপকরণ ৪৩ টি তাস, জুয়া খেলায় ব্যবহৃত ২০০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন।
প্রকাশ্য জুয়া খেলায় জুয়া আইনের ৪ ধারায় মামলা রুজু করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে ।
গুইমারা থানার ওসি আরিফুল আমিন বলেন, জুয়া পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, অন্যান্য অপরাধের জন্ম দেয়। তাই জুয়া প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :