বিশেষ প্রতিনিধি, গুইমারা : ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। ১৮ অক্টোবর বুধবার গণভবন থেকে দেশব্যাপী জয় স্মার্ট ট্রেনিং সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্যে নবগঠিত গুইমারা উপজেলায়ও ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্তর স্হাপিত হলো।
তথ্য ও যোগাযোগ অধিদপ্তর ও তথ্য প্রযুক্তি বিভাগের বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল নির্মাণ করবেন এ স্মার্ট ট্রেনিং সেন্টার। উপজেলা কমপ্লেক্সের ৫ ও ৬ তলায় জয় স্মার্ট ট্রেনিং সেন্টার নির্মিত হবে বলে জানা গেছে।
জয় স্মার্ট ট্রেনিং সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, উপজেলা ইঞ্জিনিয়ার আবদুল মান্নানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আপনার মতামত লিখুন :