আবদুল আলী : গুইমারা উপজেলায় জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ডা. মো. রফিকুল ইসলাম গুইমারা উপজেলা জামায়াতের আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৫-২০২৬ কার্যকালের জন্য রোকনদের সরাসরি ভোটে এই পদে নির্বাচিত হন। এ তথ্য গত ১২ নভেম্বর, মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। তিনি নবনির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে গুইমারা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি সাজিদুর রহমান, অফিস ও বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক, সমাজকল্যাণ সম্পাদক ডা. ওমর ফারুক, উপজেলা টিম সদস্য আমিনুল ইসলাম, আবুল হোসাইন বাবু এবং বিভিন্ন ইউনিটের সভাপতি ও সেক্রেটারি উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :