গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যার্তদের ত্রাণ সহায়তা প্রদান


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৪, ৮:০৬ অপরাহ্ন /
গাউসিয়া কমিটির উদ্যোগে বন্যার্তদের ত্রাণ সহায়তা প্রদান

মো: জাকের হোসেন : গাউসিয়া কমিটি খাগড়াছড়ি জেলা উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। ২রা সেপ্টেম্বর সোমবার সকালে গাউসিয়া মসজিদের সামনে ১শত পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ ও আলু।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাজী মোহাম্মদ রফিক উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাজী শামসুদ্দিন, ভারপ্রাপ্ত সম্পাদক মো: আলম শাহ্, সাজেদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কাজী ওমর ফারুক, প্রচার সম্পাদক হাফেজ মো: ইউসুফ, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি হাফেজ তরিকুল ইসলাম, সনাক এর খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি মো: জহুরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।